দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকগণ নিয়ে আজ এক মনোজ্ঞ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক অধ্যক্ষ ও মাদ্রাসা গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি জনাব মাওলানা হাফিজুল হক নিজামী।
সমাবেশে অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন অভিভাবক মাওলানা আবদুল জব্বার ও মাওলানা মুরশিদুল আলম প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনাব মাওলানা রিদওয়ানুল হক নিজামী, জনাব হামিদুর রহমান, জনাব মাওলানা মুহাম্মদ খুবাইব এবং জনাব শওকত ওসমান।
অনুষ্ঠান শেষে দোআ ও মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহে আলম।